Mone Premer Batti Jole Lyric (মনে প্রেমের বাত্তি জলে) Abdul Haadi
Singer : Syed Abdul Hadi I সৈয়দ আব্দুল হাদী Lyricist: Moniruzzaman Monir Iমনিরুজ্জামান মনির Tune & Music :Alom Khan I আলম খানMovie: Prothom Prem I প্রথম প্রেমCast:ওমর সানী, মৌসুমি, রাইসুল ইসলাম আসাদ, শারমিন, রেহানা, আনোয়ার হোসেন ও গোলাম মোস্তফা IStory:ছটকু আহমেদDirector:এ জে মিন্টু (১৯৯৫)
মনে প্রেমের বাত্তি জ্বলে
বাত্তির নিচে অন্ধকার
এই জীবনে চাইলাম যারে
হইল না সে আমার
মনে প্রেমের বাত্তি জ্বলে
বাত্তির নিচে অন্ধকার
এই জীবনে চাইলাম যারে
হইল না সে আমার
♪♪♪♪♪
প্রেমে সৃষ্টি জগত সংসার
সৃষ্টি আদম হাওয়া...
সেই প্রেমেরি দেখা পাইলে
হইতো সবই পাওয়া
প্রেমে সৃষ্টি জগত সংসার
সৃষ্টি আদম হাওয়া
সেই প্রেমেরি দেখা পাইলে
হইতো সবই পাওয়ারে...
হইতো সবই পাওয়া
মনে প্রেমের বাত্তি জ্বলে
বাত্তির নিচে অন্ধকার
এই জীবনে চাইলাম যারে
হইল না সে আমার
♪♪♪♪♪
প্রেমে স্বর্গ প্রেমে নরক
প্রেমে বাঁচা মরা..
প্রেম কইরো না দেহের সনে
আত্তার সনে ছাড়া
প্রেমে স্বর্গ প্রেমে নরক
প্রেমে বাঁচা মরা..
প্রেম কইরো না দেহের সনে
আত্তার সনে ছাড়ারে...
আত্তার সনে ছাড়া
মনে প্রেমের বাত্তি জ্বলে
বাত্তির নিচে অন্ধকার
এই জীবনে চাইলাম যারে
হইল না সে আমার
এই জীবনে চাইলাম যারে
হইল না সে আমার
[Fahadul+Sumi]
Follow Us !