Se Je Boshe Ache Lyrics ( সে যে বসে আছে) Arnob


    She Je Boshe Ache Lyrics By Arnob :

    She Je Boshe Ache Song Is First Released In 2004 From Off Beat Bangla Natok. The Song Composed by Arnob and Performed by Black Compilation Album Shopnochura. In 2005, Arnob Produced An Acoustic Version From Chaina Bhabish Bengali Album. Se Je Boshe Ache Lyrics Written by Arnob In 1996. Cover Version Song Is Sung by Tahsan, Rishi Panda And Many Various Artists.

    Song : She Je Boshe Ache
    Vocal, Music & Lyricist : Shayan Chowdhury Arnob


    She Je Boshe Ache Song Lyrics In Bengali :

    সে যে বসে আছে একা একা
    রঙিন স্বপ্ন তার বুনতে,
    সে যে চেয়ে আছে ভরা চোখে
    জানালার ফাঁকে মেঘ ধরতে।
    সে যে বসে আছে একা একা
    রঙিন স্বপ্ন তার বুনতে,
    সে যে চেয়ে আছে ভরা চোখে
    জানালার ফাঁকে মেঘ ধরতে।

    তার গুনগুন মনের গান বাতাসে উড়ে
    কান পাতো মনে পাবে শুনতে,
    তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
    চোখ মেল যদি পারো বুঝতে।
    তার গুনগুন মনের গান বাতাসে উড়ে
    কান পাতো মনে পাবে শুনতে,
    তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
    চোখ মেল যদি পারো বুঝতে।।

    সে যে বসে আছে একা একা
    তার স্বপ্নের কারখানা চলছে,
    আর বুড়ো বুড়ো মেঘেদের দল
    বৃষ্টি নামার তাল গুনছে।
    সে যে বসে আছে একা একা
    তার স্বপ্নের কারখানা চলছে,
    আর বুড়ো বুড়ো মেঘেদের দল
    বৃষ্টি নামার তাল গুনছে।

    সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
    টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ,
    সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
    ভেজা কাক হয়ে থাক আমার মন।
    সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
    টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ,
    সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
    ভেজা কাক হয়ে থাক আমার মন।

    সে যে বসে আছে, সে যে বসে আছে ..

    সে যে বসে আছে লিরিক্স - অর্ণব :

    She Je Boshe Ache Eka Eka
    Rongeen shopno taar bunte
    Se je cheye ache bhora chokhe
    Janalar phake megh dhorte
    Taar goon goon moner
    gaan batashe orey
    Kaan paato mone pabe shunte
    Taar ronger tulir naache
    meghera chotey
    Chokh melo jodi paro bujhte
    Se Je Boshe Ache Eka Eka
    Tar shopner karkhana cholche
    Aar buro buro megheder dol
    Brishti namar taal gunche
    Sei goon goon moner gaan brishti namay
    Top top phota pore onekkhon
    Sei brishti veja mone daak diyeche
    Veja kaak hoye thaak amar mon
    Se Je Bose Ache.

    close