Tumi Je Amar Chokher Alo Lyrics (তুমি যে আমার চোখের আলো) Andrew Kishore | Sabina Yasmin

    Tumi Je Amar Chokher Alo Lyrics (তুমি যে আমার চোখের আলো) Andrew Kishore | Sabina Yasmin




    Tumi Je Amar Chokher Alo Lyrics (তুমি যে আমার চোখের আলো) Andrew Kishore | Sabina Yasmin 


    Song Info :
    Song: Tumi Je Amar 
    Singer: Sabina Yasmin  & Andrew Kishor 
    Lyricist: Sayed Abdul Hadi
    Composer: Azad 
    Movie: Milon Hobe Koto Dine

    Tumi Je Amar Chokher Alo Lyrics In Bangla :


    তুমি যে আমার , চোখের আলো
    ভালোবাসারই গান.....
    তুমি ছাড়া শূন্য আমার
    সুখেরই বাগান..আমার
    সুখেরই বাগান
    তুমি যে আমার..চোখের আলো
    ভালোবাসারই গান.....
    তুমি ছাড়া শূন্য আমার
    সুখেরই বাগান আমার
    সুখেরই বাগান

    তুমি আছো সবই আছে,এই জীবনে
    কত যে সুখের ছবি,ভাসে নয়নে
    তুমি আছো সবই আছে,এই জীবনে
    কত যে সুখের ছবি,ভাসে নয়নে
    যেনো এ জীবনে হয়না..কভু
    সুখের অবসান আমার
    সুখের অবসান
    তুমি যে আমার..চোখের আলো
    ভালোবাসারই গান....
    তুমি ছাড়া,শূন্য আমার
    সুখেরই বাগান আমার
    সুখেরই বাগান

    কিছু সুখ কিছু আশা,এইতো জীবন
    কোনোদিনও ছিঁড়বেনা,মায়ার এ বাঁধন,
    কিছু সুখ কিছু আশা,এইতো জীবন
    কোনোদিনও ছিঁড়বেনা,মায়ার এ বাঁধন
    তাই এতটুকু দূরে গেলে
    বাঁচেনা যে প্রাণ আমার
    বাঁচেনা..যে প্রাণ
    তুমি যে আমার..চোখের আলো
    ভালোবাসারই গান....
    তুমি ছাড়া শূন্য আমার
    সুখেরই বাগান আমার
    সুখেরই বাগান
    তুমি যে আমার..চোখের আলো
    ভালোবাসারই গান....
    তুমি ছাড়া শূন্য আমার
    সুখেরই বাগান আমার
    সুখেরই বাগান
    তুমি ছাড়া শূন্য আমার
    সুখেরই বাগান..আমার
    সুখেরই বাগান।


    close