Akash Kade Batash Kade Lyrics (আকাশ কাঁঁদে বাতাস কাঁদে) Sonu Nigam

   

  Akash Kade Batash Kade Lyrics (আকাশ কাঁঁদে বাতাস কাঁদে) Sonu Nigam :


  আকাশ কাঁদে বাতাস কাঁদে
  কাঁদে আমার মন
  তোমায় ভালোবেসে কাঁদে
  আমার দুনয়ন,
  আকাশ কাঁদে বাতাস কাঁদে
  কাঁদে আমার মন
  তোমায় ভালোবেসে কাঁদে
  আমার দুনয়ন।


  তোমার ঘরে প্রদীব জ্বলে
  আমি অন্ধকারে
  প্রেমের আলো ছড়িয়ে আছে
  আমার চারিদ্বারে।
  এমনি করে কাটিয়ে দেব
  আমার এই জীবন,
  আমার এ জীবন।
  আকাশ কাঁদে বাতাস কাঁদে
  কাঁদে আমার মন
  তোমায় ভালোবেসে কাঁদে
  আমার দুনয়ন।

  তোমার বুকে সুখের নদী
  আমার বুকে ঢেউ
  কত ব্যাথা লুকিয়ে আছে
  জানবেনা তা কেউ
  এই যে ব্যাথা শেষ হবেনা
  না হলে মরণ,
  না হলে মরণ।
  আকাশ কাঁদে বাতাস কাঁদে
  কাঁদে আমার মন
  তোমায় ভালোবেসে কাঁদে
  আমার দুনয়ন।
  close